র্যালী,মানববন্ধনসহ আলোচনার সভার মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী বের করা হয়। র্যালীটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এসে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। পরে উপজেলা পরিষদঅডিটরিয়ামে উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি রাকিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার অমিত রায়, কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকে।