সরকারি কর্মচারীদের দুর্নীতি রোধে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:১৫ পিএম
সরকারি কর্মচারীদের দুর্নীতি রোধে কঠোর নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাদের বিরুদ্ধে জনমনে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ২০ মার্চ এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। এটি দেশের সব সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের মহাপরিচালক, নির্বাহী পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

সরকারি প্রশাসনের শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার গত ৮ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে একটি জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করে। এই কমিটি সরকারি কর্মকর্তাদের নিয়োগ, বদলি এবং শৃঙ্খলাজনিত বিষয়ের তদারকির দায়িত্ব পালন করছে। কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় ২০ ফেব্রুয়ারি, যেখানে দুর্নীতির অভিযোগ থাকা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সরকারি প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির অংশ হিসেবে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, “যেসব কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জনমনে দুর্নীতিবাজ হিসেবে ব্যাপক ধারণা রয়েছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এ নির্দেশনার ফলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই কঠোর অবস্থান প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আপনার জেলার সংবাদ পড়তে