অবসরে যাওয়া নিয়ে যা বললেন ধোনি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৭ পিএম
অবসরে যাওয়া নিয়ে যা বললেন ধোনি

আইপিএলের এবারের আসরেও দেখা যাবে ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এখনো আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন ৪৩ বছর বয়সী এই তারকা। তার অবসর নিয়ে প্রায়ই কথা উঠছে, তবে এই তারকা জানালেন হুইলচেয়ারে হলে আইপিএলে খেলবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি বিদায় বলেছেন সেই ২০১৯ সালেই। এরপর আইপিএল ব্যতিত খেলেননি অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে। তবে সেখানে কখনোই দলের বোঝা হননি তিনি। পারফর্ম করেছেন সবসময়ই। ২০২৩ সালের আইপিএলের সময় হাঁটুর চোটে পড়েন ধোনি। মৌসুম শেষে যেতে হয় অস্ত্রোপচার টেবিলে। পরের বছর এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরে অধিনায়কত্ব ছেড়ে ধোনি বেছে নেন লোয়ার অর্ডার ব্যাটিং পজিশন। ৮ নম্বরে খেলে ২২০ স্ট্রাইকরেটে ওই আসরে করেন ১৬১ রান। এবার অনুশীলন শুরুর সময় ধোনিকে ‘ওয়ান লাস্ট টাইম’ লেখা একটি টি-শার্ট পরতে দেখা যায়। এতে করে অনেকেই মনে করেছিলেন, এবার বোধহয় সত্যিই শেষ মৌসুমেই নামছেন কিংবদন্তি তারকা। তবে জিওস্টারকে ধোনি জানালেন ভিন্ন কথা, ‘আমি যত দিন পারি সিএসকের (চেন্নাই সুপার কিং) হয়ে খেলতে চাইব। এটাই আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি, তাহলে এই টান আমাকে নিয়ে আসবে।’

আপনার জেলার সংবাদ পড়তে