বগুড়া কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০১:১৮ এএম
বগুড়া কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

বগুড়ায় কারা হেফাজতে এক আওয়ামী লীগ নেতা মৃত্যু হয়েছে। মৃত আসামির নাম আব্দুল মতিন মিঠু (৬৫) তিনি গাবতলী উপজেলার বৈইঠাভাঙ্গা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর পুত্র। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য, দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এবং দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ। জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু। ৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তার শরীরের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। পরে সোমবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠুর মরদেহ  পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে