অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত তাসকিন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৫, ০৭:৩৬ পিএম
অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত তাসকিন

বেশ আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপরে বাংলাদেশ দলের পাকাপোক্ত টি-টোয়েন্টি অধিনায়ক কাউকে বানানো হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজে সিরিজে অধিনায়কত্ব সামলেছেন লিটন দাস। যেহেতু স্থায়ীভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে কে অধিনায়ক হবেন তা এখনো ঘোষণা করা হয়নি তাই সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন তাসকিন আহমেদের নামও। বোর্ড চাইলে অধিনায়ক হতে রাজি আছেন জানিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘‘এটা পুরোপুরি বোর্ডের কল, বোর্ড কাকে অধিনায়ক হিসেবে বিবেচনা করবে। দিনশেষে আমি খেলোয়াড়, নিজের খেলা উপভোগ করতে চাই। নিজের সেরাটা দিতে চাই। ম্যাচ জেতাতে পারলে এর চেয়ে বড় স্বস্তির কিছু নেই। বোর্ড যদি মনে করে তখন ভিন্ন ব্যাপার। হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করব ইনশাআল্লাহ।’’ আইপিএলে একটি দল যোগাযোগ করেছিলো তাসকিনের সাথে। সেই বিষয়ে তাসকিন বলেন, ‘‘যোগাযোগ হয়েছিল যেটাৃ মেগা নিলামে তো বাংলাদেশি কাউকে নেয়নি। বড় টুর্নামেন্ট, অনেককে বদলি খেলোয়াড় হিসেবে নিয়ে থাকে। এমনই লক্ষ্নৌ যোগাযোগ করেছিল। এভেইলেবল আছি কি না, যদি বদলি প্রয়োজন হয় তারা চিন্তাভাবনা করেছিল তাই যোগাযোগ করছিলৃ এনওসি পাব কি না যদি রিপ্লেসমেন্ট হিসেবে ডাক আসে। যদি কারও কল আসে আশা করি এবার এনওসিও পাব।’’ অনাপত্তিপত্র না পেয়ে আগে আইপিএল খেলতে পারেননি তাসকিন। তবে এইবার ডাক পেলে এই বিষয়ে কোনো সমস্যা হবেনা, জানালেন তাসকিন, ‘‘ওদের প্রয়োজন হলে, এটাই তো প্রথম বিষয়। যদি প্রয়োজন আর আর ফিট থাকি তাহলে এনওসি চাওয়ার বিষয় থাকে। বোর্ডের সাথে কথা হয়েছে। যদি কেউ ডাক পাই এনওসির সমস্যা হওয়ার কথা না, যতটুকু কথা হয়েছে।’’ তাসকিন আরো বলেন, ‘‘আল্লাহর রহমত, পরিবারের দোয়া, উনাদের সাপোর্ট সব মিলেই তো আস্তে আস্তে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, আল্লাহর রহমত এসবে নিজেরও মন চায় দেশের জন্য যেন আরও ভালো কিছু করতে পারি।’’

আপনার জেলার সংবাদ পড়তে