দুর্নীতির অরুণ্যের একতা, গরবে আগামীর শুদ্ধতা, এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে জেলা দুর্নীতি কমিশন ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা প্রশাসনের সমন্বয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবেত আলী। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি খালেদ তৌহিদ, আমদানী রপ্তানিকারক এসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।