পাংশা মহিলা কলেজে '২৫ মার্চ গনহত্যা ও মহান মুক্তিযুদ্ধের ওপর স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। ২৫ মার্চ বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক মো: খালেদ জগলুল পাশা মুক্তিযুদ্ধ ও ২৫ মার্চ গনহত্যা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে অধ্যাপক এম এ জিন্নাহ, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপন করেন অধ্যাপক আব্দুর রশিদ।