পুঠিয়ায় সাংবাদিক আরিফ সাদাত গুরুত্ব আহত

এফএনএস (কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০২:২৩ এএম
পুঠিয়ায় সাংবাদিক আরিফ সাদাত গুরুত্ব আহত

পুঠিয়ায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আরিফ সাদাত তার নিজ জমিতে পানি দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে গভীর নলকূপের ড্রাইভার ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুঠিয়া সদর ইউনিয়নের ধঞ্জয়পাড়া গ্রামের আরিফ সাদাত তার নিজ জমিতে গভীর নলকূপের ড্রাইভার আবুল কালামকে তার জমিতে সেচ দিতে বলেন। কিন্তু সে জমিতে সেচ দিতে গরিমসি করে। এতে দুইজনের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নলকূপের ড্রাইভার আবুল কালামের ছেলে সাজেদুল ইসলাম ও ড্রাইভার মিলে সাংবাদিক আরিফ সাদাতকে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আরিফ সাদাতের মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। সে বর্তমানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকরা সাংবাদিকদের জানিয়েছেন। থানায় মামলা করার পর নলকূপের ড্রাইভার আবুল কালাম এবং তার ছেলে সাজেদুল ইসলাম প্রতিনিয়ত আরিফকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ধঞ্জয়পাড়া গ্রামবাসীদের অভিযোগ, গভীর নলকূপের ড্রাইভার আবুল কালাম অতীতে জমির পানি সেচ দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে তার ছেলেকে দিয়ে মারপিট করার নজির রয়েছে। তাকে এই নলকূপের ড্রাইভার হিসাবে রাখলে পূর্ণরায় মারপিটের ঘটনা ঘটবে।  এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন যুগান্তরকে বলেন,আরিফ সাদাতের ছোট ভাই দুইজনকে আসামী করে রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামীদের আটক করার চেষ্টা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে