ক্ষেতলালে ভুয়া ডাক্তারের এক লাখ টাকা জরিমানা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৮ এএম
ক্ষেতলালে ভুয়া ডাক্তারের এক লাখ টাকা জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলালে ভুয়া চক্ষু ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ই ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার করিমপুর ত্রিমুনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুন আরা। জানাগেছে, বগুড়ার কাহালু উপজেলার সরদারপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে এস এম মিলকান আলী তুহিন ফ্রি চক্ষু শিবিরের ব্যানারে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে ওই ভুয়া ডাক্তারকে বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নির্ঝর ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে