ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১

এফএনএস (খান মো: আল আউয়াল; ফকিরহাট, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:০৩ এএম
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১

খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল ঘরামী (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় রনি নামের(১৩) অপর এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগরের বনফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঘরামী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চাঁনু বলেন, সোমবার দুপুরে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে আশরাফুল ঘরামী নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আর রনি নামে অপর এক আরোহী গুরুতর আহত হন। আহত রনিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফকিরহাট মডেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে