পাবনার চাটমোহরে উপজেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন ও জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। অনুষ্ঠনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে ৩ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।