দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিঘলিয়া উপজেলা প্রশাসন, দিঘলিয়া থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, মার্সপাশ, ডিসপ্লে, মোটরসাইকেল শোভাযাত্রা, দেশাত্মবোধক গান, প্রতিযোগিতা, খেলাধুলা, পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধাদের সন্মননা প্রদান আলোচনা সভা প্রভৃতি। দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয় নৌবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, অগ্নিযোদ্ধাদের সমন্ময়ে কুচকাওয়াজ, মার্চ পাশ, ডিসপ্লে, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রণি সম্পদ অফিসার মাহমুদা সুলতানা, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, দিঘলিয়া যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুনায়েম খান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন প্রমুখ। বিএনপিঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৬ মার্চ-২০২৫) সকাল সাড়ে ১১ টায় দিঘলিয়া উপজেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মনিরুল হক বাবুল। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য নূর, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি ইলাহি স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, মহিলা দলের সভানেত্রী রিনা পারভীনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। সচিব আব্দুর রকিব মল্লিক, উপজেলা যুগ্ন আহ্বায়ক গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, আবুল কালাম আজাদ, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ, আসাদুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীঃ দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপজেলা মোড়ে সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করে। এ মোটরসাইকেল শোভাযাত্রাটি দিঘলিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। এ সভাযাত্রায় বিভিন্ন বাজার মোড়ে পথ সভায় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারী মাওলানা মুশফিকুর রহমান, মাওঃ শহীদুল্লাহ্ শুরা ও কর্মপরিষদ সদস্য, মোঃ ইসমাঈল হোসেন, মোঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ দেলোয়ার হোসেন, মোঃ সাইফুল্লাহ মানসুর, শেখ বদিউজ্জামান আজাদ প্রমুখ।