গাজীপুরে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষ, দুজন ঘটনাস্থলেই নিহত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ১১:৪৫ এএম
গাজীপুরে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষ, দুজন ঘটনাস্থলেই নিহত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় (ফু-ওয়াং ফুড কারখানার সামনে) ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ীসহ ২ জন নিহত হয়েছেন। তবে আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নিহতরা ব্যাক্তিরা হলেন-পিকআপ ভ্যানের কনডাক্টর রাজু মিয়া (৩৫) ও পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৪০)।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে নিশ্চিত করে সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান জানিয়েছেন,

“মুরগী ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে