পিকেইউ থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ১১:৪১ এএম
পিকেইউ থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। 

স্থানীয় সময় শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত বুধবার চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আজ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে