বরিশালে জয়িতাদের সংবর্ধনা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫২ এএম
বরিশালে জয়িতাদের সংবর্ধনা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার গৌরনদীতে উঠান বৈঠক, আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে উঠান বৈঠক শেষে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা। হশেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন ক্যাটাগরিতে মাকসুদা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনে নাসরিন সুলতানা, সফল জননী নারী লুৎফুন্নেছা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মালা রানী সরকারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে