রামুতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কচ্ছপিয়া ইউনিয়ন একাদশ

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০১:৫৭ পিএম
রামুতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কচ্ছপিয়া ইউনিয়ন একাদশ

‘খেলার মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন’ এ শ্লোগানে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় স্বাগতিক কাউয়ারখোপ ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কচ্ছপিয়া ইউনিয়ন একাদশ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আয়োজনে ২৫ মার্চ, মঙ্গলবার, বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনীরচর এলাকায় এ প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। এতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কচ্ছপিয়া ইউনিয়ন একাদশের জয়নাল আবেদিন। 

খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের মোবিলাইজেশন, সিস্টেম এন্ড স্ত্রেন্থ অফিসার সৈকতুর রহমান, কাউয়ারখোপ ইউপি সদস্য মোহাম্মদ আলী, সমাজ সেবক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে