রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে গতকাল সোমবার আলোচনা সভা ও ৩ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: সেলোয়ারা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন। বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী জাফরিন তন্নীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় বক্তব্য দেন, পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, আব্দুস সালাম আজাদ জুয়েল, নাগরিক উদ্যোগ এর আঞ্চলিক কর্মকর্তা শ্যামল মোহন্ত, ছাত্র সমন্বয়ক মাহিম, সোহেল প্রমুখ। অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় শিক্ষা, সফল জননীসহ বিভিন্ন ক্ষেত্রে নির্বাচিত ৩ জন সফল জয়িতাকে সংবর্ধনা, ক্রেষ্ট, সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও ছাত্র আন্দোলনে নিহত শহীদ তিন পরিবারের মাঝে প্রাইজবন্ড প্রদান করা হয়।