উপজেলা নির্বাহি অফিসারের নিকট স্মারকলিপি

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৫ এএম
উপজেলা নির্বাহি অফিসারের নিকট স্মারকলিপি

বরগুনার তালতলীতে প্রভাবশালীদের নিকট দেয়া লিজ বাতিল করে খাল খননের দাবী জানিয়েছেন এলকাবাসী। মোল্লারখাল পুনরুদ্ধার কমিটির উদ্যোগে স্থানীয় শতাধিক জনতা সোমবার (০৯) ডিসেম্বর উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত গুরুত্বপূর্ণ জলাশয় এ মোল্লারখালটির দৈর্ঘ প্রায় ২.৫ কিলোমিটার। এ জলাশয় দিয়ে প্রায় ৫’শ একর ৩ ফসলী জমি চাষাবাদ করাহয়। কিন্তু কতিপয় প্রভাবশালী মহল মোটা অংকের উৎকোচের বিনিময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খালটি লিজ নিয়ে মাছ চাষ করেন। এ কারণে জলাশয় বন্দ্ধ হয়ে যাওয়ায় চাষাবাদে বিঘ্ন ঘটে। পানি প্রবাহ বন্ধ থাকায় ৩ ফসলী জমি বর্ষা মৌসুমে চাষাবাদ করা হলেও শুকনা মৌসুমে জমি আদৌ চাষাবাদ করা সম্ভব হয়না। ফলে শুকনা মৌসুমে জমি অনাবাদী থাকে। এতে খালের দুই পাড়ের ৫ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বিষয় তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, মোল্লারখাল পুনরুদ্ধারের জন্য স্মারকলিপি পেয়েছি । লিজ বাতিল করে খাল পূণঃখননের ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে