" দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা " এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। আজ সোমবার (৯ ডিসেম্বর) গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ৯ টায় জামতলা মোড়ে অস্থায়ী কার্যালয় সামনে সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সঙ্গীতে মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনসহ বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন। পরে দুপ্রক কার্যালয়ে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রুবাইয়া ইয়াসমিন। মূখ্য আলোচক ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল উদ্দিন। দুপ্রকের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল বাসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, উপজেলা সুজনের সভাপতি নূর আবেদীন বাবুল প্রমুখ। এসময় ইউএনও রুবাইয়া ইয়াসমিন পারিবারিক ও প্রাতিষ্ঠানিক ভাবে ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন। অনুষ্ঠানে দুপ্রকের কর্মকর্তা ও সদস্যসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।