কটিয়াদীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪০ এএম
কটিয়াদীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত

‘দুনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এবং দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য তৈরী কওে, আসুন দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি সাবেক অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল হায়দার টিটু, মাওলানা মো. সালাহউদ্দিন, মাওলানা আব্দুল খালেক, শিক্ষক জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

আপনার জেলার সংবাদ পড়তে