চাটমোহরে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা উৎসব শুরু

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৮ পিএম | প্রকাশ: ৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৮ পিএম
চাটমোহরে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা উৎসব শুরু

পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদীতলা শ্রী শ্রী বলরামদেব মন্দিরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে শ্রী শ্যী বাসন্তি পূজা উৎসব। এদিন বাসন্তী দূর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাসন্তী পূজা উৎসবে রয়েছে পুষ্পাঞ্জলি,ধর্মীয় আলোচনা,সপ্তমী বিহীত পূজা,নবমী সন্ধিপূজা,সন্ধপূজা,নবমী পূজা,বিভিন্ন প্রতিযোগিতা ও প্রতিমা বিসর্জন।

আপনার জেলার সংবাদ পড়তে