রাজারহাটে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম):
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৯ এএম
রাজারহাটে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। এসময় অফিসার ইনচার্জ রেজাউল করিম ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক হবিবর রহমন হবি উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করে প্রদর্শন করা হয়। সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক হবিবর রহমন হবির সভাপতিত্বে ও স্বর্ণকমল মিশ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আশাদুল হক, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মশিউর রহমান, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান লিটন ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আল মিজান মাহিন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে