‘স্কুইড গেম’-এর প্রবীণ অভিনেতা ও ইয়েওং সু এক বছরের কারাদণ্ডে দণ্ডিত

এফএনএস বিনোদন | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৫:১০ পিএম
‘স্কুইড গেম’-এর প্রবীণ অভিনেতা ও ইয়েওং সু এক বছরের কারাদণ্ডে দণ্ডিত

বিশ্বজুড়ে আলোচিত দক্ষিণ কোরিয়ান ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’-এর জনপ্রিয় চরিত্র ‘নম্বর ০০১’–এর অভিনয়শিল্পী ও ইয়েওং সু যৌন হয়রানির অভিযোগে আদালত কর্তৃক এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অভিনেতার বয়স বর্তমানে ৮০ বছর।

২০১৭ সালের এক ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়, দুটি ভিন্ন অনুষ্ঠানে এক নারীকে জোরপূর্বক শারীরিকভাবে হেনস্তা করেছিলেন এই প্রবীণ অভিনেতা। যদিও ও ইয়েওং সু এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন।

অভিযোগটি প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালের নভেম্বরে, যখন ভুক্তভোগী নারী আইনি পদক্ষেপ নেন। মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী জানান, ও ইয়েওং সু তার নিজের নাট্যদলের এক নবীন অভিনেত্রীকে যৌনভাবে হয়রানি করেছিলেন। এ কারণে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাতে হতো ওই নারীকে, এবং তার স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয়েছিল।

প্রথমে তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়, যার সঙ্গে দুই বছরের পর্যবেক্ষণকাল যুক্ত ছিল। তবে সাম্প্রতিক রায়ে আদালত এই সাজা বাড়িয়ে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেছে।

আদালতের রায়ের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ও ইয়েওং সু বলেন, “আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি। আমার কথা ও কাজ যদি ভুল হয়ে থাকে, আমি তা মেনে নেব। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যাকে যৌন হয়রানি বলা যায়।”

তিনি আরও জানান, এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। তার ভাষ্যে, “আমি অভিযোগকারীর কাছে ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি আইনি পথে এভাবে গড়াবে, তা আমি আশা করিনি।”

দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে দীর্ঘ প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে ও ইয়েওং সু বহু নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। ‘স্কুইড গেম’-এ ‘ওহ ইল-নাম’ চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তবে এই বিতর্কিত ঘটনায় তার দীর্ঘদিনের কর্মজীবন আজ প্রশ্নবিদ্ধ। এমনকি বর্তমানে একাধিক চলমান প্রজেক্ট থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।