চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়নের মসজিদ্দা গ্রামের আবু তাহেরের স্ত্রী বানু আক্তার (৫২) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছে।
নিহতের স্বজনদের থেকে জানা যায়, গত ৩১ মার্চ ঈদের চাঁদ রাতে ঘরে রান্না করার সময় চুলার আগুন থেকে বানু আক্তারের শাড়িতে আগুন লেগে শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ এপ্রিল রাত ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত গৃহবধূর আত্নীয় সাদেক বলেন, বানু আক্তারের স্বামীর মৃত্যুর পর থেকে তিনি কিছুটা অ্যাবনরমাল হয়ে পড়েন। ঈদের চাঁদ রাতে এ গৃহবধূর ঘরে রান্না করার সময় চুলার আগুন থেকে হয়তো সতর্কতা বসত শাড়িতে আগুন লেগে শরীরের কিছু অংশ পুড়ে যায়। পরবর্তীতে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত ৪ এপ্রিল রাত ১১ টার তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসির ঘটনা স্বীকার করে বলেন, লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।