তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০২:২৯ পিএম
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শনিবার (০৫ এপ্রিল) দিবাগত রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই আসামি নাসির আকন (৪৫) পালাতক রয়েছেন। নাসির আকন উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ফারমান আকনের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী গ্রামে অভিযুক্ত নাসির আকন তরমুজ চাষ করেন। ওই তরমুজ ক্ষেতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দিনমজুর হিসেবে কাজ করে আসছেন। নাসির আকন মজুরির পাওনা টাকা ও তরমুজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই স্কুলছাত্রীকে ডেকে ঘরে নিয়ে যায়। এসময় স্কুলছাত্রীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্কুলছাত্রী নিজেকে রক্ষার জন্য নাসিরের হাতে জোড়ে কামড় দেয়। কামড়ে নাসির সহ্য করতে না পেরে ছেড়ে দিলে ওই স্কুলছাত্রী দৌড়ে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রী বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব কথা খুলে বলে। নাসির আকন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কতিপয় স্বার্থন্বেষী প্রভাবশালীদের মাধ্যমে ২০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দেয়। উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ধরনের হুমকিও দেন তারা। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে