সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাঁই

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০২:৫৫ পিএম
সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাঁই

সেনবাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির। আগুনে নগদ ১লাখ টাকার,৫ভিরি স্বর্ণালংকার  ও মূল্যবান মালামাল পুড়েঁ ছাঁই হয়ে গেছে। ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে  ৬টার দিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউপির ৫নং ওয়ার্ড আজিজপুর গ্রামের তালতলা সংলগ্ন ছায়েদুল হক প্রকাশ ছাদু সওদাগরের নতুন বাড়িতে। একদিন আগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বোনের বাড়িতে ভেড়াতে যায় পরিবারের লোকজন। একা বাড়িতে বৈদ্যুতিক শার্টসার্কিট থেকে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। 

খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আধাঘন্টা আগুন নিয়ন্ত্রণে আনে । কিন্তু ততক্ষণে বসতঘরটি পুড়ে সম্পূর্ণ ছাঁই হয়ে যায়। সহায় সম্বল হারিয়ে নির্ষ পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ ফিরোজ আহম্মদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে দারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি তদন্ত করে নিরুপন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে