জামালপুরের মেলান্দহ পৌরসভার কোভিড প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে রাস্তা ও ড্রেনের কাজের উদ্ধোধন করা হয়। এ উপলক্ষ্যে ৬ এপ্রিল বেলা ১১টায় ডাক্তার বাড়িতে আলোচনা সভার আয়োজন করা হয়। মেলান্দহ পৌর প্রশাসক-ইউএনও এস.এম. আলমগীর এতে সভাপতিত্ব করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব একেএম ইহসানুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-৭১’র গেরিলা আবুল হোসেন, সাবেক জামালপুর প্রেস ক্লাবের সভাপতি নূরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, জামাতে ইসলামির এমপি প্রার্থী মাও. মজিবুর রহমান আজাদী, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, পৌরসভার ইঞ্জিনিয়ার মোয়াক্ষির হোসেন, জামাত আমির ইদ্রিস আলী, ঠিকাদার এসএম তালাত মাহমুদ, সোলায়মান কমিশনার এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।