জামালপুরের মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিনের ভাই রোমানকে ৬ এপ্রিল কোর্টে সোপর্দ করেছে পুলিশ। তিনি পৌর আ’লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেনের দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় সন্দেহভাজন আসামী দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে।