মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ

এফএনএস বিনোদন | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৫:৩৩ পিএম
মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। রবিবার; ৬ এপ্রিল, মুম্বাইয়ের বিখ্যাত লীলাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা কিম ফার্নান্দেজ। মৃত্যুকালে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ মার্চ হঠাৎ করে স্ট্রোক হলে কিম ফার্নান্দেজকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় তিনি মারা যান। মৃত্যুর সময় হাসপাতালে জ্যাকুলিনের পাশাপাশি ছিলেন তার বাবা এলরয় ফার্নান্দেজ এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

অসুস্থ মায়ের পাশে থাকার জন্য সাময়িকভাবে কাজ থেকে বিরতি নেন এই বলিউড অভিনেত্রী। এমনকি চলতি বছরের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার পারফর্ম করার কথা থাকলেও, সেই প্রোগ্রাম বাতিল করে পুরো সময়টাই মায়ের সেবায় কাটিয়েছেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া একাধিক ছবিতে দেখা গেছে, হাসপাতালের সামনে বিষণ্ন মুখে দাঁড়িয়ে আছেন জ্যাকুলিন।

জ্যাকুলিনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চিকিৎসার পুরো সময়জুড়ে জ্যাকুলিন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। এক মুহূর্তের জন্যও মা কিমের পাশ ছাড়েননি অভিনেত্রী।

এখনো পর্যন্ত জ্যাকুলিন বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কিম ফার্নান্দেজের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

একটি পুরোনো সাক্ষাৎকারে মা কিম সম্পর্কে আবেগঘন মন্তব্য করেছিলেন জ্যাকুলিন। তিনি বলেছিলেন, ‘আমার মা সব সময় আমার পাশে থেকেছেন। আমি মা-কে খুব মিস করি। বাবা-মা ছেড়ে আমাকে এখানে একা থাকতে হয়। এই দু’জন মানুষ আমার শক্তির উৎস। ওরা আমার অনুপ্রেরণা।’

জ্যাকুলিন বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেন। তার মা কিম ছিলেন মালয়েশিয়ান ও কানাডিয়ান বংশোদ্ভূত। আর তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার নাগরিক।

শোকস্তব্ধ জ্যাকুলিন এখনো মায়ের মৃত্যুর পর গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি। ভক্তরা অভিনেত্রীর ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন, এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন সামাজিক মাধ্যমে।