সরাইলে ৩ মাদকাসক্তের কারাদন্ড

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৬ এপ্রিল, ২০২৫, ০৭:৫৯ পিএম
সরাইলে ৩ মাদকাসক্তের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ মাদকাসক্তকে হাতেনাতে ধরে বিভিন্ন মেয়াদে কারাদন্ডদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ রোববার দুপুরে উপজেলার সরাইল- নাসিরনগর সড়কের ভূঁইয়ার ঘাট এলাকায় তাদেরকে প্রথমে আটক করেন অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ। অপরাধ স্বীকার করায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেয়া হয়।

পুলিশ ও ইউএনও'র দফতর সূত্র জানায়, আজ রোববার দুপুরের দিকে ভূঁইয়ার ঘাট এলাকায় মাদক সেবন করে অশ্লীল আচরণ ও আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকে ৩ যুবক। এ সময় পুলিশ তাদেরকে হাতেনাতে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করেন। কৃত অপরাধ স্বীকার করায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন বিজয়নগর উপজেলার শফিকুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২০) কে ৫ দিনের একই উপজেলার শাহজাহান মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫) কে ১০ দিন ও শরিফ মিয়া (২২) নামে একজনকে ৫ দিনের কারাদন্ত এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদ-ন্ড প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে