দুর্নীতি বিরোধী অনুষ্ঠানে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৩ এএম
দুর্নীতি বিরোধী অনুষ্ঠানে নবনিযুক্ত বিভাগীয় কমিশনার

রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, ‘শুধু দুর্নীতির বিরোধীতাই আমরা বলি তা না, দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই, প্রতিরোধ করতে চাই। আর এই প্রতিরোধ আমরা যদি না করি, তো করবে কারা? তাই দুর্নীতির বিরুদ্ধেই শুধু নয় এর বীজ নির্মূল করতে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে।’ দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে রাজশাহী দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  এবারের দিবসে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে কয়েকটি বিষয় আছে মন্তব্য করে বিভাগীয় কমিশনার বলেন, প্রথমটি হলো ‘দুর্নীতির বিরুদ্ধে’ তারপর ‘তারুণ্যের একতা’ আরেকটি হচ্ছে ‘গড়বে আগামীর শুদ্ধতা’। আর এ বিষয়টির গুরুত্ব সবাই বুঝে যথাযথ পদক্ষেপ নিলেই আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশা-আল্লাহ।   এসময় ছাত্র-ছাত্রীদের সাথে সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী স্লোগান দেন বিভাগীয় কমিশনার। এসময় দুর্নীতির বিরুদ্ধে তরুণদেরকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভেদ না একতা, একতা একতা’। আর দুর্নীতিকে প্রতিরোধ করার বিষয়ে তিনি স্লোগানটি ‘বিরোধীতা না প্রতিরোধ, প্রতিরোধ প্রতিরোধ’ এমনভাবে করারও আহবান জানান তিনি। আর দুর্নীতিকে নির্মূল করে শুদ্ধতা অর্জনের প্রত্যায় ব্যক্ত করে ছাত্র-ছাত্রীদের সাথে স্লোগান দেন ‘দুর্নীতি না শুদ্ধতা, শুদ্ধতা শুদ্ধতা’।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, দুর্নীতির মূল কারণ হচ্ছে নৈতিকতাশূন্য কাজ, নৈতিকতাশূন্য বিবেক। তিনি বলেন, শুধু দুর্নীতি দমন করলেই হবে না কারণ দমন করলে তার বীজ থেকে যাবে, তাই দুর্নীতির বীজ নির্মূল করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতিবাজদের আমরা আর প্রশংসা করতে চাই না উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি কী, কেন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কারা এই দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করছে তা আমাদেরকেই উদ্ঘাটন করতে হবে।  রাজশাহী দুদকের পরিচালক মো. কামরুল আহসানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ড. সিদ্ধার্থ শংকর তালুকদার প্রমুখ।  অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্যগণ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি নবযোগদানকৃত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।  

আপনার জেলার সংবাদ পড়তে