বাগেরহাটে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস: নিহত ১

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ১২:৫৮ পিএম
বাগেরহাটে ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস: নিহত ১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ‘মাইশা টাওয়ার’ নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার সকাল সোয়া ৯টায় ভবনে আগুন আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার ওসি এস এম শাহদাৎ হোসেন।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু বক্কর জানান।

নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে