সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকা ও পাশ্ববর্তী মৌলভীবাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। দাম চড়া হলেও কিছু সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে। তবে দাপট এখনো অব্যাহত রয়েছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটোর দামে। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ পরিলল্পিত হয়নি। শুক্রবার সকালে মৌলভীবাজারে যেয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন কাড়তে পারছে না তাদের। তবে বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি। মৌলভীবাজারে ক্রয়-বিক্রয় করতে আসা সবজি বিক্রেতারা জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৮০ টাকা থেকে নেমে এখন কেজি প্রতি ৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৭০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২৪০, টমেটো ১৫০টাকা ও পেঁয়াজের কালি ১২০ কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচাঝাল বাড়া-কমার মধ্য দিয়ে চলার এক পর্যায়ে এখন ৮০ টাকায় স্থিত হয়েছে। সবজি ব্যবসায়ীরা জানান অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫৫, চুপড়ে আলু ৭০, বেগুন ৫০, শিম ৮০ পটোল ৪০, ওলকপি ৪০ , ঢেড়শ ৪০, বাধাকপি ৪০, মুলা ৩০টাকা,কচু ৭০ টাকা,বেগুন ৬০ টাকা, বরবটি ৬০ টাকা,কাচকলা ৫০ টাকা,পেপে ২০ টাকা,করলা ৮০ টাকা, খিরাই ৮০ টাকা,মিষ্টি কুমড়া ৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে উর্ধমুখী আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না। পাটকেলঘাটা বাজারে সবজি কিনতে আসা আলফাজ মোড়ল ও শফিকুল ইসলাম জানান নিত্যপন্যের দামের সাথে তাল মিলিয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে । ক্রেতারা বাজার মনিটরিং দাবি করেছেন। পাটকেলঘাটা বাজারের সবজি বিক্রেতা আব্দুস সামাদ জানান বাজারে নতুন সবজি আসতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রায় অর্ধেকের মধ্যে চলে এসেছে। অল্প কয়েকদিনের মধ্যে সবজি ক্রেতা সাধারনের নাগালের মধ্যে চলে আসবে।