তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাতে সম্মননা প্রদান

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৬ এএম
তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাতে সম্মননা প্রদান

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা ও ৫ জন জয়িতাতে সম্মননা প্রদান করা হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম,সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, নারী নেত্রী গুলশান আরা প্রমুখ।  আলোচনা সভা শেষে জাহানারা খাতুন, স্বর্ণলতা পাল, কুলসুম বিবি, ছবেদা খাতুন ও  সকিনা বেগমকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে