পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৫, ০৩:৩৬ পিএম
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহার করার দাবীতে পাংশায় মানববন্ধন করেছে পাংশার সচেতন নাগরিক সমাজ। সোমবার দুপুর ১২ টায় শহরের আব্দুল মালেক প্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহবায়ক ও জিয়া পরিষদের পাংশা উপজেলা সভাপতি পাংশা এম এ জিন্নাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিয়া টিপু, পাংশা শিল্প বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক দেলোয়ার সরদার, পাংশা উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা আবুল হোসেন কলেজের শিক্ষক আলমগীর হোসেন, জামায়াত নেতা আবু সাঈদ, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা, যুবদল নেতা খলিলুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর শিকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যহার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান। মানববন্ধন কর্মসুচীতে পাংশার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৬/৪/২০২৫ রিমা আক্তার নামে পাংশা থানার একটি অপহরণ মামলার ৫ নম্বর আসামি পাংশা থানার ওসি  মোহাম্মদ সালাউদ্দিন ও তার সহকর্মীদের বিরুদ্ধে  রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির একটি মামলা করেন।  

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অপহরণ মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত ও পুলিশের কাজকে বিঘ্নিত করার জন্য রিমা খাতুন তৃতীয় পক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

আপনার জেলার সংবাদ পড়তে