কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা থেকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও গাড়ির চালক পুলিশির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
পুলিশ জানায়- কুমিল্লা সুয়াগাজী হতে একটি মিনি কাভার্ড ভ্যান যাহার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্টো-ন-১৭-০৩৭৮ এর চালক মাদক বহন করে মহাসড়ক দিয়ে ঢাকা নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে এসআই/ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভোর ৫টায় অভিযান চালায়। এ সময় পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন আলেখারচর এলাকায় উল্লেখিত কাভার্ডভ্যানটি দেখতে পেয়ে সিগন্যাল দিলে কাভার্ড ভ্যানের চালক সুকৌশলে গাড়িটি রাস্তার ডান পাশে থামিয়ে দরজা খুলে নেমে দৌড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে চালকের সিটের পাশের সিটের সামনে একটি বস্তার ভিতর ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে পলাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লা ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান- মহাসড়কে অভিযান চালিয়ে মিটি কাভার্ডভ্যান সহ ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।