নিপীড়িত গাজাবাসীর আহবানে ‘নো ওয়ার্ক,নো স্কুল কর্মসূচির আওতায় গাজাবাসীদের রক্ষায় তার প্রতি সংহতি জনিয়ে এবং গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার উত্তাল হয়ে ওঠে পাবনার চাটমোহর। সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। রাস্তায় বেরিয়ে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চাটমোহর। অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা। চলে দেয়াল লিখন।চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় বেরিয়ে আসেন। কলেজের সামনে বিশাল মানববন্ধন করে। ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দিয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান। কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজের অধ্যক্ষ সরকার শরীফ মাহমুদ সঞ্জু। মানববন্ধনে অধ্যক।ষ বলেন,ফিলিস্থিনীদের তথা গাজাবাসীদের রক্ষার যে কোন কর্মসূচির প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আগামীতে যে সকল কর্মসূচি আসবে,তা তারা পালন করবে।
এদিকে চাটমোহর সরকারি কলেজ মাঠ ও সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইল উচ্চ বিদ্যালয় মাঠ বালুচর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেন শিক্ষক,সাংবাদিক,রাজনীতিবিদ,চাকুরিজীবি,শ্রমিক,শিক্ষার্থী,আইনজীবি,মসজিদের ইমাম,আলেমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভ মিছিল চাটমোহর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোাভকারীরা ইসরালী আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। একইসাথে তারা গাজাবাসীকে রক্ষায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
চাটমোহর বড়াল বিদ্যা নিকেতনের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ ও ইসরাইলী আগ্রাসন দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার কুমারগাড়া স্কুল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলার হান্ডিয়ালে তৌহিদী জনতা ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল হয়েছে ফৈলজানা,ছাইকোলা,ডিবগ্রামসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে।
এছাড়া ইসরইলী আগ্রাসনের বিরুদ্ধে ও গাজাবাসীকে রক্ষার দাবিতে দেয়াল লিখন করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার তারা পৌর সদরের বিভিন্ন স্থানে এই গ্রাফিতি করেছে। ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারী সনিরুল ইসলাম,পৌর শাখার সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হাই ও জামায়াতে ইসলামির যুব বিভাগের সহ সম্পাদক জাহিদ হাসান জুয়েল এই দেয়াল লিখন কার্যক্রম পরিচালনা করেন।