পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী কান্দিপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক সুলতান হোসেনের ২টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে। গত রবিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে ওই কৃষকের গোয়াল ঘর থেকে চোর একটি গাভী,একটি বাছুর গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ২ লাখ টাকা। হতদরিদ্র কৃষক সুলতান হোসেন জানান,তার একমাত্র সম্বল ছিল ওই গরু আর বাছুর। ছাগলটা অন্যের কাছ থেকে পালক এনছিলেন। প্রতিদিনের ন্যায় সুলতান তার গরু ও ছাগল গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে তার ২টি গরু আর ছাগল চুরি হয়েছে। অনেক খুঁজাখুঁজি করার পরও সেগুলো পাওয়া যায়নি। চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।