রাজিব পুরে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। ৯ ডিসেম্বর সোমবার সকালে দিবসটির আলোকে রাজিব পুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ হলরুমে দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভুমি কর্মকর্তা মিজানুর রহমান বাবু । সহকারী প্রোগ্রামার ইসমাইল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া । সভায় আরো বক্তব্য রাখেন চর রাজিবপুর টেকনিক্যাল এর অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল রাজিব পুর মহিলা কলেজের বাংলা প্রভাষক আমিনুল ইসলাম বাদল, বটতলা জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ,কালের কণ্ঠের রাজিব পুর ও রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন ও জয়িতা তাহমিমা বেগম প্রমুখ।