সোমবার ৭ এপ্রিল সকাল থেকে গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে গাজার পক্ষে বিক্ষোভ করেছে ধর্মপ্রান মুসলমান, ছাত্র- শিক্ষক জনগণ।জানা গেছে, গাইবান্ধা সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজ থেকে ছাত্র/ছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে, দুপুরে বিভিন্ন শ্রেনীর ধর্মপ্রান মুসল্লীরা যোহর নামাজ শেষে ব্যানার , ফেষ্টুন হাতে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়াও শহরের ডিবি রোডের ১ নং ট্রাফিক মেড়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানিয়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোবে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।
তারা আরও বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা? তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।