চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সুরক্ষায় বাড়ল বিজিবির দুই বিওপি

এফএনএস (ফয়সাল মাহমুদ; চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ পিএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সুরক্ষায় বাড়ল বিজিবির দুই বিওপি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র আরও দুটি বিওপি’র (বর্ডার আউটপোস্ট) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর ও খড়কপুর সীমান্তে বিওপি দুটিতে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

বিউগলের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপি দুটির উদ্বোধন করেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমাণ্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ অন্যরা। উদ্বোধন শেষে রিজিয়ন কমাণ্ডার দুই বিওপিতে দুটি আম গাছ রোপন করেন।  

বিজিবি’র ৫৯ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ২০২১ সালে ২৪ ফেব্রুয়ারি বিওপি দুটির নির্মাণকাজ শুরু হয়। অবকাঠামো নির্মাণ জনবল পদায়নের পর আজ (৮ এপ্রিল) থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হল। বিওপি না থাকায় এতদিন বিজিবি টহল পরিচালনা ও চোরাচালান দমন কষ্টসাধ্য ছিল। নতুন করে বিওপি স্থাপনের পর সীমান্ত এলাকায় আরও বেশি সুরক্ষা দেয়া সম্ভব হবে।

বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। বিজিবি সদস্যরা সব সময় তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।

আপনার জেলার সংবাদ পড়তে