পাটকেলঘাটায় কমিশনার ভুমির অপসারন দাবীতে বিক্ষোভ

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৬ পিএম
পাটকেলঘাটায় কমিশনার ভুমির  অপসারন  দাবীতে বিক্ষোভ

সাতক্ষীরার তালা উপজেলার সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল আমিন  পাটকেলঘাটায় কাঁচা বাজার উচ্ছেদ করায়। গতকাল সোমবার দুপুরে ব্যবসায়ী ও সাধারণ জনতা তার অপসারনের দাবিতে  প্রতিবাদ  বিক্ষাভ মিছিল করেছে।  সোমবার  স্থানীয় জনসাধারনের আয়োজনে  পাটকেলঘাটা ভূমি কমিশনার কার্যলয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা  আনাররুল ইসলাম, শেখ শওকত হোসেন,  কৃষকদল নেতা শেখ আব্দুল খালেক, যুবদল নেতা  কামরুজ্জামান, উপজেলা মহিলা দলের সহ সভাপতি  আফরোজা বেগম প্রমূখ । এসময় বক্তরা বলেন, এসিল্যান্ড আল আমিন যোগাদন করার পর থেকে সেবা নিতে আসা মানুষের সাথে খারাপ আচারন করেন। বাজারের অবৈধ  পেরিফেরি সম্পত্তি বাদ দিয়ে  অস্থায়ী বাজার উচ্ছেদ করে গরীব মানুষের পেটে লাথি মারছেন । খাস পেরিফেরি ভুক্ত বন্দবস্তের  নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসছেন । এছাড়া খাস জমি বন্দোবস্তের  নামে  নিরিহ কৃষকদের হয়রানি করে আসছেন প্রতিনিহত । সব শেষে অতি দ্রুত দুনীতিবাজ এই ভূমি কর্মকর্তার অপসারন দাবী করেন তারা। এবিষয়ে  তালা উপজেলার সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন জানান, গত কয়েকদিন ধরে তিনি জলবদ্ধাতা নিরসন সহ অবৈধ দখলদারের উচ্ছেদ করে আসছিল।এরই ধারাবাহিকতায় গতকাল তিনি পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কে উচ্ছেদ অভিযান চালান। ক্ষুব্ধ    হয়ে স্থানীয় একটি কুচক্রী মহল  তাদের ভূল বুঝিয়ে বিক্ষোভ করিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে