কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০১:৪৯ পিএম
কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে  অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

নেত্রকোনার কলমাকান্দা নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীর বিরুদ্ধে ভিজিএফ কার্ডের চাল চুরির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে কলমাকান্দা নাজিরপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও দ্রুত অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়ন বিএনপির একটি মিছিল বের হয়ে সারা বাজার প্রদিক্ষণ করে উপজেলা নির্বাহীর্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের বরাবরে চেয়ারম্যান আব্দুল আলীকে দ্রুত অপসারণের দাবীতে এই স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত  ( ২৭-২৮ মার্চ) তারিখে ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের সরকারি ভিজিএফ কার্ডের চাল বিতরণকালে

স্থানীয়রা গাড়ীসহ দুজন ব্যক্তিকে হাতে নাতে আটক করে। পরে কলমাকান্দা থানা পুলিশকে অবগত করিলে

আপনার জেলার সংবাদ পড়তে