বরগুনা বিএমএসএফ'র বার্ষিক সম্মেলন সম্পন

এফএনএস (মোঃ হাফিজুর রহমান; বরগুনা) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৬:১২ পিএম
বরগুনা বিএমএসএফ'র বার্ষিক সম্মেলন সম্পন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে আগামী ১বছরের জন্য দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা সভাপতি ও দৈনিক রূপালী বাংলাদেশ বরগুনা জেলা প্রতিনিধি তাপস মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বিদায়ী সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি আ্যডভোকেট সোহেল হাফিজ, প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল,  মনির হোসেন কামাল।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি তাপস মাহমুদ, আসাদ সবুজ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম রতন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ইত্তিজা হাসান মনির, সাংবাদিক ফরিদ উদ্দিন ফোরকান, আমতলী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হায়াতুজ্জামান মিরাজ, তালতলী সাংবাদিক ফ্রম এর সভাপতি হাইরাজ মাঝি,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি কোয়েল শিকদার প্রমুখ।

সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের।

সম্মেলনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখায় সিনিয়র সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক কালবেলা বরগুনা জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজ, অলিউল্লাহ ইমরান, অর্থ সম্পাদক কাশেম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শীলসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সাবেক জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিরাজ। একই সঙ্গে বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের সভাপতি ও জাফর হোসেন হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে