চাটমোহরে ইয়াবাসহ ফল ব্যবসায়ী গ্রেপ্তার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ০৬:৩৬ পিএম
চাটমোহরে ইয়াবাসহ ফল ব্যবসায়ী গ্রেপ্তার

পাবনার চাটমোহর থানা পুলিশ মাদকবিরোধি বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টুটুল হোসেন (৪০) নামের এক ফল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। টুটুল উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের আজিম হোসেনের ছেলে ও চাটমোহর নতুন বাজার জারদিস মোড় এলাকার ফলের দোকানী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলমের নেতৃত্বে থানা পুলিশ টুটুলকে তার দোকান থেকে আটক করেন। এসময় দোকানে তল্লাশী করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলম জানান,এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী টুটুলকে বুধবার (৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে