গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৫, ০৭:৫২ পিএম
গোমস্তাপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় ইসমাইল(১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদশীরা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে বংপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা ইসমাইলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় অটোরিকশাটির চালক ও রিক্সাটিকে আটক করে ইউনিয়ন পরিষদে জমা দেয় স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে