সানি দেওলের 'জাত'—বক্স অফিসে সাফল্য, পারিশ্রমিকে চমক!

এফএনএস বিনোদন | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৩:১৫ পিএম
সানি দেওলের 'জাত'—বক্স অফিসে সাফল্য, পারিশ্রমিকে চমক!

‘গদর ২’-এর সাফল্যের ঢেউয়ে ভেসে নতুন রেকর্ড গড়লেন সানি দেওল। তাঁর অভিনীত নতুন ছবি ‘জাত’ সম্প্রতি মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই তা বক্স অফিসে নজরকাড়া আয় করে ফেলেছে। পাশাপাশি আলোচনায় এসেছে তাঁর পারিশ্রমিক নিয়েও, যা রীতিমতো চোখ কপালে তোলার মতো!

২০২৪ সালের অন্যতম প্রতীক্ষিত হিন্দি সিনেমা ছিল ‘জাত’। ১১ এপ্রিল মুক্তির পর সিনেমাটি মাত্র এক দিনেই আয় করে নিয়েছে ৯ কোটি রুপি। দ্বিতীয় দিন সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ৬.৭৫ কোটি রুপি। অর্থাৎ দু’দিন মিলিয়ে ছবির মোট আয় ১৫.৭৫ কোটি রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র ২ দিনে ছবিটি এমন সাফল্য পেয়েছে, যেখানে এর মোট বাজেট ধরা হয়েছে ১০০ কোটি রুপি। অর্থাৎ ছবির শুরুর পারফরম্যান্সই ইঙ্গিত দিচ্ছে দীর্ঘমেয়াদি সফলতার।

‘জাত’-এর বক্স অফিস সাফল্যের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে সানি দেওলের পারিশ্রমিক। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ‘গদর ২’-এর অভাবনীয় সাফল্যের পর মাত্র দু’বছরের ব্যবধানে ছয় গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। যেখানে ‘গদর ২’-এর জন্য তিনি নিয়েছিলেন ৮ কোটি রুপি, সেখানে ‘জাত’-এর জন্য নিয়েছেন ৫০ কোটি রুপি— অর্থাৎ ছবির মোট বাজেটের অর্ধেকই উঠেছে সানির পকেটে!

এমন নজির বলিউড তো বটেই, হলিউডেও দুর্লভ। মাত্র এক ছবির সাফল্যকে পুঁজি করে কোনো অভিনেতার পারিশ্রমিকে এতটা লাফ সচরাচর দেখা যায় না। সিনেমা-সংশ্লিষ্ট এক সূত্রের ভাষ্যে, “‘গদর ২’ দিয়ে সানি মূলত নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ায় প্রযোজকেরা তাঁকে চাহিদামতো পারিশ্রমিক দিতেই রাজি হয়েছেন।”

‘জাত’ সিনেমার পরিচালনায় ছিলেন তেলুগু নির্মাতা গোপীচাঁদ মালিনেনি। প্রযোজনায় ছিল মাইথেরি মুভি মেকারস। সানির পাশাপাশি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, এবং রেজিনা কাসান্দ্রা। সিনেমাটোগ্রাফি করেছেন ঋষি পাঞ্জাবি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এস থামান।

আপনার জেলার সংবাদ পড়তে