পিরোজপুরে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেপ্তার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৮ এএম
পিরোজপুরে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেপ্তার

পিরোজপুর শহরে সেনাবাহিনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে মাদক কারবারী পিতা-পুত্রকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ;ই অভিযুক্তকে ১০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) এবং তার ছেলে মো: শফিক সেখ (২৩)। এরা পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রপ্ত ক্যা¤প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিল। 

আপনার জেলার সংবাদ পড়তে