বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি.কে.গউছ বলেছেন বিগত ১৭ বছর বাংলাদেশের মানুষভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমান অন্তবর্তীকালিন সরকার স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে। হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে আওয়ামীলীগ ১৬ বছরে যে উন্নয়ন করতে পারেনি আমরা তা ২ বছরে করব। তিনি আরও বলেন আমাদের যুব সমাজকে যদি অন্যায় থেকে বাচাঁতে হয় তাহলে সুষ্ট বিনোদনের একমাত্র মাধ্যমই হচ্ছে খেলাধূলা। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে আমরা খেলাধূলার আয়োজন করছি। তিনি শনিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর বিএনপির আয়োজনে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুনামেন্টর ফাইলাল খেলায় পুরুস্কার বিতরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেল। উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী দুলা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃশাহজাহান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট আমিনুল ইসলাম। আবিদ মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী এনাম, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহসভাপতি মাসুক মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাবেক মেয়র হাবিবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সেতু, জেলা বিএনপি নেতা সৈয়দ রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরিফ, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, শ্রমিকদলের আহবায়ক মাসুদ আলী, সদস্য সচিব লিটন পাঠান, কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান, ছাত্রদলের আহবায়ক মারুফ মিয়া প্রমুখ। খেলায় দেবপুর সুমন একাদশকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়নগর একাদশ বিজয়ী হয়।