মার্কিন মদদে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর ইউনিটের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৩ এপ্রিল রবিবার দুপুরে রংপুর আদালত চত্বরে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর ইউনিটের সভাপতি এ্যাড একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সফি কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আফতাব উদ্দিন। আরও বক্তব্য রাখেন এ্যাড. রেজেকা সুলতান ফেন্সি, এ্যাড. মকসুদুল হক, এ্যাড. হানিফ মিয়া, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রংপুর ইউনিটের সকল সদস্যগন। বক্তারা বলেন, অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বন্ধ করতে হবে। তা না হলে সারাদেশের আইনজীবীরা একত্রিত হয়ে বৃহত্তম কর্মসূচী গড়ে তোলা হবে।